রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হরিণাকুণ্ডতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি 

হরিণাকুণ্ডতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বিদ্যুৎস্পৃষ্টে হাবিবুর রহমান (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার রায়পাড়া ভাতুড়িয়া গ্রামের মাঠে নিজের ধানক্ষেতে সেচ দিতে গিয়ে ইঞ্জিনচালিত মোটরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট  হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি একই গ্রামের ইউছুপ আলীর ছেলে।

কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু জানান, সকালে ওই কৃষক নিজের ধানক্ষেতে সেচ দিতে যান। ইঞ্জিনচালিত মোটরে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক এসএম আসাদুজ্জামান সজিব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির পুরো শরীর রক্তশূন্য হয়ে পড়ে। ফলে তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ড থানার ওসি আবু আজিফ জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দেয়া হয়েছে।

টিএইচ